ভিডিও | ইমাম হাসান আসকারী (আ.) কর্তৃক উদ্ধৃত ইমাম সাদিক (আ.)-এর বিশেষ সালাওয়াত
ইকনা: ইমাম জাফর সাদিক (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেহেদী নাজাফীর কণ্ঠে ইমাম হাসান আসকারী (আ.) কর্তৃক বর্ণিত বিশেষ সালাওয়াত শুনতে পাবেন। হাসান মোহাম্মদিয়ানের প্রযোজনায় এই বিশেষ সালাওয়াতের অডিও ফাইলটি সম্পন্ন করার জন্য সাইয়্যেদ শাহাবুদ্দিন শুশাতরী পরিচিালনা করেছেন, যা ইরানের ৩ নম্বর চ্যানেলে প্রকাশিত হয়েছে।